“বন্ধু”
✍ ইন্দ্রজিৎ সিনহা
বন্ধু তোমার কতকাল দেখা নেই
উত্তুরে হাওয়া হৃদয়ে দিয়েছে হানা,
তোমার উষ্ণ হাতের ছোঁয়া পেতেই
ঝিম ধরা চোখে স্বপ্নের দিন গোনা ।
অন্ধকারের শকুন মেলেছে পাখা
অমঙ্গলের ছায়ায়
জীবন কাঁপে,
বন্ধু, জ্বলুক তোমার
বহ্নিশিখা
শীতার্ত প্রাণ ভরে যাক
উত্তাপে ।
এসো,আজ হোক মুখোমুখি আলাপন
বাজুক তোমার শুভ চেতনার শাখ,
কালরাত্রির পালা হোক সমাপন
বে হিসেবী দিন লহমায়
মুছে যাক ।।
–~০০০XX০০০~–
Kabitata khub bhalo laglo. Sudhu ‘hana’r sathe ‘gona’ dhoroner mil serokom sobol mil noy. Kabitar chhondo o matra trutimukto. Amar kichu jayga besh bhalo legeche. Asankha dhanyabad! 👍