যেতে যেতে পথে হল দেরী
মৌসুমী ঘোষাল চৌধুরী
********************
অন্তর প্রেমময়; তোমার যন্ত্রনার ইতিহাস যখন পড়ি
মনে মনে বলি
এই যন্ত্রনা বুঝতে বুঝতেই ঋনী হয়ে গেছি।
হয়ত আগে দেখা হলে রাস্তার খোয়ায় খালি পায়ে খোয়াই হতাম, হতাম তোমারই।
নদী হতাম, তোমার চোখের জলে।
হয়ত সংকলন সাজানো ঘাট।
আমার এই গ্রাম শতছিন্ন কাঁথার মত।
সাজানো মানবীর রাষ্ট্র যেন সুখসারির জন্ম কোলকাত্তা।
গাঁথালো পরিচ্ছদে অঙ্ক খোঁজে।
যেদিন মানবীর সাথী কর্কট রোগে
শেষ ফাঁস।
সেদিন রুদ্ধ শ্বাসে
আমার বেহিসেবী কান্নার
নোলকে
তুমি কি নতুন করে চিনবে দেহপট !
—oooXXooo—