হে! নারী! হে বহ্নি
শ্যামাপ্রসাদ সরকার
……………………….
মাধুকরী করেও ভোলনি তুমি,
অগোছালো স্নানবেলায় একা একা,
খুঁজে গেছ সিক্ত হবার কালে
সেই নির্মম বিচ্ছেদ ডাক!
হে নারী! তোমার অঙ্গরাগে
ঢেলে দেওয়া বিজলী চমক
হতেই পারত অনঙ্গসাধনা উপাচার!
তবু তুমি একটি চুম্বনকে
নির্জনে ফিরিয়ে দিয়েছ সেইদিন!
বনান্তরে ঘুরেছ নির্মল সাজে
হাতে নিয়ে নিষ্করুণ অলকাপুরী!
হে নারী!নির্মোহই থেকে যেও !
কাঠিন্য হোক বিদায়ের আগে
তোমায় দেখে যাওয়া শেষ স্মরোদ্দীপনা!
—oooXXooo—