অলিম্পিক সার্কাসে
যে মরুভূমি মেয়ে, প্রতিদিন
সুইমিং কস্টিউম পরে, বিনোদনের পর
অপেক্ষা করে সরস্বতী পূজো আসবে।
আমি ও পড়বো দাক্ষিনাত্য নীতির
নতুন দৃষ্টিকোন, ইতিহাস ঐতিহাসিক আপেক্ষ।
আপেল খসে যাওয়ার পরে,
সে ও গালে মেখে নিয়েছিল লুজ।
সিঁদুর বড় প্রিয় তার কাছে।
গায়ের রঙ কালো বলে, সে শ্রীপর্না।
দেখতে পায়নি সায়েরী
দেখলো অনেক নকল নখ ভালোবাসার বস্তায়।
ছেড়ে যাবে আজনবীও,
ড্রাগের নেশায় জানলা বন্ধ করে দেখি;
পাতাঝরা মরশুমে
ডার্লিং বাধা রূপোলী পুতুল তোমার
বুকে।
অশ্বক্ষুরাকৃতি কাক উড়ে যায়,
ঘরের চাল।
অন্ধ বলে দেখতে পায় না, যারা
ডালিম বুকে অন্ত্যজার অন্ত্যজা
শেষ দেশলাই গুনতে গুনতে
একটা বাড়ী বিনীর্মান করে আদিম ইন্ডিয়ার মত,
হলুদ না মেখে ।