ঝড় হলো না বৃষ্টির দাপট শুধুই দেখা গেল শরীর ভিজে একাকার ঝড় উঠবে বলেছিল ঝড় হলো না। ঝড়ের উঠবে বলেই দুচোখে রাস্তাঘাট শুনশান অনেক লড়াই করতে হবে ঝড় কে আলিঙ্গন করে। দেহের ভিতর ঝড় উঠেছিল বৃষ্টির জলে ঠান্ডা হলো। ঝড় তুলবো বলে আন্দোলন করেছিল ঠান্ডা এক টুকরো বরফ ধরে ভুল ছিল না আন্দোলন গোপন দরজা খোলা ছিল সেটাও ওরা জানতো। এতে কি আর ঝড় ওঠে? ভেজাল গ্যাসে আগুন জ্বলে? চালাকি বিদ্যা অনেক দিন চলে ধরা পরলে শুধুই কাঁপে এরা কি আর ঝড় তুলতে পারে নিজের সুখ ত্যাগ করবে আত্ম বলিদানে এর পরিবর্তে। মদ গাজা খেয়ে নেশা করে অনেক বিদ্যা শিখে বলে মানুষকে ওরা মানুষ ভাবে না মানুষ মারার অস্ত্র ওরা নিজেই আইন ওদের হাতে তুলে ধরা। ঝড় তুলতে পারল না আর বৃষ্টির জলে ঠান্ডা হলো।