ভালোবাসার তীরে
অসিত ঘোষ
কালোমেঘে ঢাকা আকাশ থেকে ঝরে বেগে
বন্দী কালিদাসের মেঘগুলি যায় উড়ে,
ঝরে পড়ে ভালোবাসা বনাঞ্চলের বুকে
কবিগুরু লিখলেন জন্মাতাম কালিদাসের যুগে।
ভালোবাসা অমর করে রেখেছে তাজমহল
আমরা ভালবাসার জন্য ছেড়েছি গ্রাম,
ইঁট আর পাথরের সঙ্গে করছি লড়াই
কাগজের ফুলগুলির ভালোবাসা রয়ে গেল।
প্রকৃতিকে ঘরের কোনে বন্দি করে রেখে
রাস্তার কুকুরদের বিস্কুট খেতে দিই,
দিন কেটে যায় বুড়ি গঙ্গার ঢেউ গুনে
ভালবাসা তীর ছুটে যায় লাবণ্য দেখে।
—oooXXooo—