পরিযায়ী ছড়া
মদনচন্দ্র
চুখের খিদে নলেন গুড়ের
খুদ বানভাসি বন্দুকের নল
মহামারী বেকার হিংসার ফের
দেশবাসী বুঝেনা খুড়োর কল!
মনের স্বপ্ন বনের মাঝে রেখে
কায়দা করে সন্দেশখালি যাই
লোনা জল খাচ্চে খাবি সব ঝড়ে
গাঁয়ে গঞ্জের কোথাও সন্দেশ নাই!
তার আর পর নাই একটু সবুর করে
পৌষের নবান্ন খুঁজি হল্লা হুল্লা করে
লাঠি বিস্কুট পাটি সাপটা নাই ভাই
পুলিশের লাঠি ভাঙ্গে পিঠের উপরে!
হাসি কান্নার ঘর সংসার ঋণের বোঝা
বাঙালি কাঙ্গালী হল ভারত ভিতরে..
ডিগ্রী আর ট্রেনিং চাকরী নয় সহজ
চল বাবা খেটে আসি অন্ধ্র ব্যাঙ্গালোরে ।
ভিনরাজ্যে পরিযায়ী কে আর দেখছে?
দিদি দেখে দাদা দেখে স্থায়ী কিছু চাই
গরীবের কান্না জানিনা কয়জন শুনছে?
ভাত দিবার ভাতার নাই কিল মারা গোঁসাই!
–০০০XX০০০–