গোলাকার সংসার
প্রেমাঙ্কুর মালাকার
তল্পিতল্পা, গুটিয়ে বেরোই,
হরিদ্বারের থেকে-
হিসাব কষিনা, কোন মন্দির?
উঠতে পারিনি দেখে?
রাতে ‘দুন’ ধরে, যাচ্ছি ‘লাখনো’,
নামবো কালকে ভোরে-
কোথায় গোমুখ? কেদার,বদরি?
চিত্ত ভাবের ঘোরে!
ট্রেন ছেড়ে দিলো, মনে মনে বলি,
বিদায় হরিদ্বার –
আবার আসবো?তাও তো জানিনা
গোলাকার সংসার!
–~০০০XX০০০~–