ইট পাথরের জঙ্গল
রণজিৎ মন্ডল
প্রকৃতি কত সুন্দর!
কোলকাতায় বসে প্রলাপ বকি, অনর্গল,
যেদিকে তাকাই দেখি ইট
পাথরের জঙ্গল।
সর্পিল রাস্তা আঁকা বাঁকা
মসৃন তপ্ত মরিচিকা, জনঅরন্য
এক মুহূর্তও নয় ফাকা,
ব্যস্ত সবাই, নির্বাক কর্মচঞ্চল!
প্রকৃতি হাসে নীরবে, নিধনের
আধুনিকতায় নিঃসম্বল।
সবুজ যখন প্রকৃতির হাতে,
খাল বিল নদী পাহাড়ের ঝর্ণাতে,
পাখির গানে মুখরিত সবুজ মাটিতে
রঙিন বসন্তে পলাশের লালে লাল,
গুঞ্জরিত ভ্রমর সেথায় লহরি অচঞ্চল!
হারিয়েছে সেই প্রকৃতির ছল ছল স্রোত
নদীর বুকে জাগিছে ভূমি, জলহারা
মরুতল!
মরুভূমির উত্তাপ হার মানে,
কত যে বাড়িছে তাপ কে জানে!
সমুদ্র গর্ভে মিলিত শক্তির উচ্ছাস
ঘুর্ণি ঝড়, নাম তার যাইহোক্,
উত্থান তার সমুদ্রে হইলেও পতনের লক্ষ্য স্থল।
নিমেষে ধ্বংস আধুনিকতার জঙ্গল,
প্রকৃতির সবুজ নিশ্চিহ্ন, ধ্বংস
নিমেষে সোনার ফসল।
মাতৃভূমি কাঁদিয়া তলিয়ে নিখোঁজ
তল থেকে অতল!
প্রকৃতির মহাজন হাঁক পাড়ে,
হাজির আমি ক’রনা ক্রন্দন নিস্ফল!
প্রকৃতির মার, হাতের বার, নতুন
করিয়া সাজাবো ধরাতল!
প্রকৃতি হাসে নীরবে, চেয়ে দেখে,
কে করিবে নতুন, সব হবে নিস্ফল,
উত্তাপে জ্বালিয়ে আমাকে আধুনিকতা!
ডুবিবে কবে জানো কি কোথায়?
এই ধরাতল করিছ খুন, মারিছো তারে,
করিছো ধ্বংস সেচ্ছায়,
আসিছে ধেয়ে দুইভাগ নয় তিনভাগই,
পাবে না খুজিয়া তল!
সুন্দর কত সবুজ প্রকৃতি কহিছো
অনর্গল,
থাকিবে পড়িয়া তোমাদের তরে শুধু
ইট পাথরের জঙ্গল!
—oooXXooo—