তিনটি ইংরেজি প্রচলিত ছড়ার ভাবানুবাদ
নিলয় বরণ সোম
(Humpty Dumpty
Humpty Dumpty sat on a wall,
Humpty Dumpty had a great fall;
All the king’s horses and all the king’s men
Couldn’t put Humpty together again.)
হাম্পটি ডাম্পটি
হাম্পটি ডাম্পটি
বসেছিল দেয়ালে ,
হঠাৎ দখিন হাওয়ার
কি বদ খেয়ালে
হাম্পটি ডাম্পটি
নীচে গেলো পড়ে ,
রাজার পেয়াদা যত
তুলে তারে ধরে !
হাম্পটি ডাম্পটি
ভেঙে হলো দ ‘,
লাগলো না আর জোড়া ,
রাজবদ্যি থ ‘ !
(Pussy Cat
Pussy Cat Pussy Cat Nursery Rhyme Lyrics:
Pussy cat, pussy cat ,where have you been?
I’ve been to London to see the Queen.
Pussy cat, pussy cat, what did you do there?
I frightened a little mouse under her chair.
Pussy cat, pussy cat ,where did you stay?
I stayed in a hotel at Oxford street.
Pussy cat, pussy cat, what did you eat?
I ate scrambled eggs with some cheese.
Pussy cat, pussy cat ,where did you go?
I went to the museum at Marylebone Road.
Pussy cat, pussy cat,what happened there?
Shocked to see the mouse give me a stare.
Pussy cat, pussy cat what is your plan?
To live in Mayfair with a house and lawn
Pussy cat, pussy cat ,how will you do that?
I am gonna marry the queen of cats.)
ম্যাও পুষি
ম্যাও পুষি , ম্যাও পুষি ,
গেছিলে কোথায় ?
লন্ডন গেসলাম ,
রানির সভায় !
ম্যাও পুষি , ম্যাও পুষি ,
করলে সেথা কী ?
ছোট্ট এক নেঙটিকে
ভয় পাইয়েছি !
ম্যাও পুষি , ম্যাও পুষি ,
সেথা কোথা ছিলে ?
অক্সফোর্ড স্ট্রীটের এক
দারুন হোটেলে !
ম্যাও পুষি , ম্যাও পুষি ,
দিতো কী খাবার ?
চিজ বাটার অমলেট
করেছি সাবাড় !
ম্যাও পুষি , ম্যাও পুষি ,
দেখলে কিছু ?
জাদুঘর গেসলাম
সকলের পিছু !
ম্যাও পুষি , ম্যাও পুষি ,
আর কী ঘটলো ?
ধেড়ে এক ইঁদুর সেথা
চোখ রাঙালো !
ম্যাও পুষি , ম্যাও পুষি ,
প্ল্যান কী তোমার ?
মেফেয়ারে বাংলোয়
থাকবো এবার !
ম্যাও পুষি , ম্যাও পুষি ,
পারবে বটে ?
মেনী রানি বৌ হলে
কেল্লাই ফতে !
(Ba Ba Blacksheep
Sharing makes our life happy
Baa Baa
The more we share the more we have
Baa..Baa.
Sharing Makes Our Life Joyful
Baa Baa…
Sharing is a way of caring
Baa Baa…
Baa, baa, black sheep,
Have you any wool?
Yes sir, yes sir,
Three bags full.
One for the master,
One for the dame,
One for the little boy
Who lives down the lane.
Baa, baa, white sheep,
Have you any wool?
Yes sir, yes sir,
Three bags full.
One for the master,
One for the dame,
And one for the little Girl
Who lives down the lane.
Baa, baa, brown sheep,
Have you any wool?
Yes sir, yes sir,
Three bags full.
One for the master,
One for the dame,
And one for the Old Man
Who lives down the lane.
Giving, Caring, Sharing,
Helping shows your way of loving..
. Loving, Caring, Sharing,
Helping are our ways of living…
Baa, baa, All sheep,
Have you any wool?
Yes sir, yes sir,
Many bags full.
Some for My master,
Some for My Future,
the rest for sharing with the people on the lanes.)
কালো ভেড়া ভাইটি
কালো ভেড়া ভাইটি
আছে তোমার উল ?
তিন ব্যাগ ভর্তি ,
গুনি নি তো তো ভুল !
এক ব্যাগ মালিকের
এক রানীমা’ র
একটি ব্যাগ গোছানো
দুখি সোনা খোকার !
সাদা ভেড়া ভাইটি ,
আছে তোমার উল ?
তিন ব্যাগ ভর্তি ,
গুনি নি তো ভুল !
এক ব্যাগ মালিকের
এক রানীমা’ র
একটি ব্যাগ গোছানো
দুখি সোনা খুকুর!
বাদমে ভেড়া ভাইটি
আছে তোমার উল?
তিন ব্যাগ ভর্তি ,
গুনি নি তো ভুল!
এক ব্যাগ মালিকের
এক রানীমার
একটি ব্যাগ গোছানো
থুত্তুরে দাদার!
ভালোবাসা সব্বাইকে আর
চিন্তা সবার জন্য ,
নিজেদেরই ভালো করে ,
জীবন করে ধন্য !
শুনে যাও যত ভেড়া
আছে তোমাদের উল?
আছে ব্যাগ দেদার ,
গুনি নিকো ভুল !
গুরুমশায়ের জন্য আছে
নিজেদেরটির পাশে
বাকি সব গরীর গুর্বোর
ভাগ করা আছে I
—oooXXooo—