আমার কবিতা
স্বপ্না নাথ
তোমার সাথে প্রথম প্রনয়,
তোমার সাথে বর্ণমালা।
তোমার জন্য শব্দ চয়ন,
মিল অমিলের পথে চলা।
তোমার মাঝে হৃদয় প্রকাশ,
বিরহ ব্যাথার অশ্রু জল,
উজাড় করে বিবেক সেথায়,
আসন পাতে মনের তল।
তোমার সাথে পল অনুপল,
গোপন অবকাশ,
তোমার সাথে নীরব যাপন,
কালের অনুপ্রাস।
তোমার সাথে গোধূলি বেলা,
তোমার সাথে কথার খেলা,
সেথায় বসে একলা আকাশ,
রঙে রঙে মিলন মেলা।
কেউ না তুমি, কেউ না আমি,
জীবন খাতায় দেয়া নেয়া,
তোমার সাথে শেষ দরিয়ায়,
অন্তমিলে পাড়ী দেওয়া।
—oooXXooo—