অন্তিম প্রস্থান
সলিল চক্রবর্ত্তী
(১)
ঘৃত-চন্দন শরীরে মাখি,
পুষ্পক মালা তথায় রাখি;
সাজাইনু ঈশ্বর রূপে।
আসিলে স্বর্গরথে চাপি,
স্বর্গের দ্বার অবধি;
প্রাণহীন কলেবরে।
মূল্যহীন কাল গোনা,
কখন হইবে ধোঁওয়া;
মিলিবে গগন মাঝারে।
মান, সম্মান, অর্থ,কড়ি,
চলে গেলে সব ছাড়ি;
রইল শুধু কর্মটুকু পড়ে।
(২)
মাঝে মধ্যে আসি হেথা,
মৃতজন লয়ে সাথে;
দাহ করিবার তরে।
ফিরে যাই কার্য শেষে,
ক্ষণকাল মনে রেখে;
ভুলি সব নিজ কর্ম দিয়ে।
একদিন আসিব সাজি,
এই রূপে এ-ই ভাবে;
শ্মশানের ক্রোড়ে।
ফিরিবনা সেদিন আর,
চলে যাব পরপার;
ইহলোক হতে।
+++++++++