বারোটা… বাকি কত
তপন কর্মকার
হাসপাতালের চাতালে ঘুমায়,
পাড়ার কোন পাখি।
বারোটা বাজতে বাকি কত
বারোটা বাজতে বাকি।।
কেউ কারো নয় কারো,
ছেদো কথা ছাড়ো।
পেটে পিঠের সংঘাত,
যতই বুঝে থাকি।।
বারোটা,,,,,,, বাকি কত।
কেউ শহরের খাসতালুকে
গলির পুকুর যায়,
সেই পাখিটার গল্প বেছে
সোনালী মাছ খায়।
রাতের বেলা স্বপ্ন দেখি,
দিনেতে সব ফাকি।।
বারোটা,,,,,,, বাকি কত।
যুগের হাওয়ায় জীবন যেন
লাগে জুয়ার কোট।
জুয়ার কোটে রাজা হতে,
লাগে নাতো ভোট।
নোটের আশায় পাগল পাখির
মরন ডাকা ডাকি।।
বারোটা,,,,,,,,, বাকি কত।
—oooXXooo—