কাঁটার ঘুঙুর
মণিকা বড়ুয়া
যে জীবনে ফেলেছি পা
মানুষ দেখি না
যে পুকুরে ফেলেছি ছিপ
প্রাণী কই?
দেখি সময় মোহে
কাঁটার ঘুঙুর জড়ানো পা ও ছিপ
নোঙরে রাজত্ব নেই
চতুরার্যসত্য পথে রোদ পোহাই।
——————-