নীললোহিত, তোমাকে
শ্যামাপ্রসাদ সরকার
ধরা যাক ! আজ দিকশূন্যপুরের দিকে
হেঁটে যাচ্ছে একজন যুবক
সেই মধ্যরাত্রির জাতকের হাতে
দুলছে গত জন্মের সেই সময়ের প্রথম আলো!
কানের পাশে শুভ্রতা উঁকি দেয় স্পষ্ট নজরে
পরণে ঢোলা হাফশার্ট, তাতে যদিও দুটো বোতাম নেই
তাও বুকের মধ্যে টলটল্ করে বইছে ওপার বাংলা
তাও পায়ের নীচে ধলভূমগড়ের রুক্ষ লাল আঁচর
যেখানে চশমার কাঁচে খালাসিটোলার ফেনিল গ্লাস
উপচে পড়ছে একা এবং কয়েকজনের আনন্দে!
আজকাল তুমি নির্বিকার হয়ে শান্তিনিকেতনে
কাঁকরের এবড়োখেবড়ো লালচে একলা পথে
মাদলের বাজনায় তাল দিতে দিতে হেঁটে চলে যাও
তাই আবহমানের কবিতাদের টাঙিয়ে রাখতে পার
নিখিলেশদের জানলার গ্রীলের ওপর থেকে !
দেখতে দেখতে হাজার বছর কেটে গেলেও
কবিতা ও বিশ্বলোকের এক অকৃপণ নেশা
তোমাকে এই জন্ম থেকে আরেক জন্মের পথে
এগিয়ে দিয়ে যায়, হাত ধরে অনিঃশেষ মায়ায়,
আজ সকলেই জেনে গেছে, দ্বিধাহীন ও অচঞ্চল,
কবিতার জন্য তুমি অমরত্বকে তুচ্ছ করতে শিখে গেছ।
—ooXXoo—