অনেক অনেক দিন ধরে! হৃদয়ের সব জানালা দরজাগুলি ঘিরে – মড়ার মতো গন্ধের বিষাক্ত বরফ স্তর প্রেমের উষ্ণতা নেই সং নেই রং নেই – রোমান্টিক কবিতা ভেজা কবি কণ্ঠ রুদ্ধ বাক পরিহিত পরাজয় চন্দ্র হার।
এমন মরুমায়া মরুশিক্ষায় স্তব্ধ দেশ, ক্ষুধা কাতর স্বার্থপর সম্প্রদায় বিদ্বেষ। লোভে বিভীষণ দেশ নায়ক কান্ডার হাহাকার ভরা দেশে নব প্রজন্ম আসে পদ্ম বীথি যুথি মহুয়া পলাশ ঘাসে ঘাসে। কান্না ভেজা মাটি বিপন্ন সুখের সংসার।