চরম অপমান
মণিকা বড়ুয়া
নির্লজ্জ অমানবিকতার শিকার মণিপুর—
চরম অপমানের শিকার মণিপুর—
বিবস্ত্র আগুনের বলাৎকার—
চারপাশে ছড়ায় নগ্ন নারীর হাহাকার—
মা আমার অপমানিতা
ভারত মাও লজ্জায় চুপ–আগুন বন্যা বুকে–
শোয়াশো কোটির মা অপমানে অসম্মানে রক্তচোখে ধিক্কার দেয়—
—oooXXooo—