গান
কার্তিক পাত্র
চাঁদ বোনা দ্বীপ ঘরটিরে তোর
আমার বাড়ি আমডুবি
পায়রাটুনি বাবলাবনে
পরিযে দেনা নাকচাবি।
সোনার লক্ষী জলে ভাসে
মাটির লক্ষী ঘর গোছায়
কার দুয়ারে কে এসে দাঁড়ায়
ঢেউ ভেঙে যায় কুলে কুলে
স্বপ্ন ভাঙে চাঁদ ডোবায়
কার দুয়ারে কে এসে দাঁড়ায়।
কনকচূডের মোযা, দিব
বন খেজুরের চাটা ই লো
তোকে লই তন বসতে দিব
ঈশান কোনের দোর গোড়ায়।
—oooXXooo—