ভালোবাসা চিরন্তন
মৃনাল কান্তি বাগচী
যেথায় থাকোনা কেন তুমি
তা নিয়ে ভাবিনা আর আমি,
আমার ভালোবাসা আজও রয়েছে
তোমার তরে, জানিও তুমি।
বাগিচায় কত ফুল ফোটে
সব ফুল পায়না দেবতার চরন,
তার জন্য ফুল ফোটা
থেমে থাকার নাহি কোন কারন।
সময়ের সাথে সাথে তাল মিলিয়ে
কত কিছুর হয় বিবর্তন,
অন্তরের গভীরে ভালোবাসা
থাকে যার তরে
ফল্গু ধারার মত,সেই ভালোবাসা
প্রবাহমান থাকে সারা জীবন।
বেলা শেষে সূর্য ডুবে যায়
রেখে যায় গোধূলির রঙিন চুম্বন,
যুগে যুগে ভালোবাসার অনুরনন
মানব হৃদয়ে তাই চিরন্তন ।।।
———–+++++++———