বার্ধক্য
স্বপ্না নাথ
জীবন শেষে বোধোদয়,
আর তো কোন নেই উপায়,
চলে গেছে সুখের সেদিন,
এখন মোরা পরের দায়?
কি হবে আর রোমন্থনে,
পিছন পানে যায় না হাটা,
আগত দিনের একলা চলায়,
সময় বুঝি পথের কাঁটা!
যদি জীবন সময় পায়,
বুড়োবুড়ি সবাই হয়,
শৈশব আর যৌবনে সুখ,
বৃদ্ধ কালে কেন নয়?
সব বয়সেই ফুল ফোটে,
রহস্যটা জানতে হয়,
একলা চলার বিষাদ ভুলে,
সফেদ ফুলেই মোহময়।
—ooXXoo—