ওফঃ
রতন চক্রবর্তী
সন্ধ্যায় সবে মাত্র ডাইরিটা খুলে
কলমটা হাতে নিয়েছি
একটা কবিতা লিখবো বলে |
ব্যাস,
চলে গেলো বিদ্যুৎ টা ঝপ করে |
মুহূর্তেই ঝড় ঝড় করে ঝরতে থাকলো
সারাটি দেহ জুড়ে ঘাম
কলমটা থেমে গেলো |
তখন
ওফঃ কি গরম,বলে বাপরে!বাপরে!
হাত পাখাটা নিয়ে বগলে
বাধ্য হয়ে বেরিয়ে পড়লাম বাইরে
একটু স্বস্তি,শান্তি পাবো বলে |
কিন্তু
কোথায় স্বস্তি,শান্তি |
গরমের সাথে মশার দারুন উপদ্রপ
হুল ফুটিয়ে তুলছিল জ্বালা
ওরা এমনই দুষ্ট , বেয়াদপ |
—ooXXoo—