বলব কারে
রণজিৎ মন্ডল
আমার সকল কথা বলব তারে,
যে ছিল মোর অন্তরে,
হারিয়ে গেছে কোথায় দূরে
বলব কারে হায়রে !
ভালোবাসার বাসায় আমি রেখেছিলেম
তারে,
চঞ্চলা সে ফেলে মোরে, বেড়ায় ঘুরে,
সবার মনের প্রান্তরে,
বাঁধব ভালোবাসায় তারে, এই কথাটি
মনে করে,
হৃদয় খাচা খুলে দেখি শূন্য খাচায়
হতাশ ভরে,
পালিয়ে গেছে নীল নিলীমার ঐপারে!
আমি বলব কারে হায়রে!
গেয়েছি গান অনেক সুরে, তারই
মনের বীনার তারে,
ভোরের আলোয় পাখির সুরে,
সন্ধ্যা বেলায় করুণ সুরে ভেসে
আসা সাগর পারে,
হৃদয় বীনায় তারই সুরে, চাইনি
তখন ফিরে,
আমি বলব কারে হায়রে!
ছলা কলার শিউলি মালা নিয়েছিলাম
গলায় পরে,
ঝরা ফুলের পাপড়ি দিয়ে গেথেছিল
আমার তরে,
বলেছিল, মনে রেখো তোমায় নিলাম
আপন করে,
সারাজনম ভরে –
ও সজনী দেখো নয়ন ভরে, নাওগো
আপন করে,
গেয়েছিল সেদিন সে গান আমার
প্রাণের সুরে,
শুনবো জনম ভরে !
হায় সজনী, এখন তুমি হারিয়ে গেছ
কোন সাগরের পারে,
বলব কারে মনের কথা আমার বীনার
সুরে,
বলব কারে হায়রে – – -!
—ooXXoo—