সাত দিন বেশী! নাকি সপ্তাহ?
প্রেমাঙ্কুর মালাকার
মহিলা গেলেন, পুত্রকে নিয়ে,
ডাক্তারি চেম্বারে –
“ডাক্তার বাবু, ওষুধ দিন না,
যাতে জ্বর দ্রুত সারে!”
হেসে বললেন, ডাক্তার বাবু,
“এই জ্বর স্বাভাবিক ;
ওষুধ চাই না, বিনা ওষুধেই,
সাতদিনে হবে ঠিক!”
নাছোড় মহিলা, প্রশ্ন ছোড়েন,
“কিন্তু ওষুধ খেলে?”
“এক সপ্তাহে!” ডাক্তার বলে,
“ভালো হয়ে যাবে ছেলে!”
সাত দিন আর সপ্তাহে মাতা,
বোঝেন নি অন্তর-
এমন মানুষ, অনেক মিলবে,
ওষুধেই নির্ভর!
অকপটে লেখে, এক ডাক্তার,
এ তাঁর প্রতিবেদন ;
সব ডাক্তার, নয়তো বানিয়া,
অর্থ লোলুপ মন!
—ooXXoo—