নিশ্চুপ
✍️ প্রদীপ সরকার
চলে গেছে সেই মোহিনী ফাগুন।
চলে গেছে সে বসন্ত, তবু আজও জ্বলছে এ বুকে তোমার প্রেমের আগুন।
চুপ, চুপ, চুপ, রও নিশ্চুপ, শোনো ওই আগামীর আহ্বান।
যাহা গেছে চলে, তারে যাও ভুলে, গাও জীবনের গান।
যদি সকল ঘটনা বিগত,
সবকিছু ভুলে তুমি নিজেরে না করো সংযত,
তবে কিভাবে হে প্রিয় করিবে বরণ, আগামী নবীন যুগেরে।
সাফ করে সব মনের আঁধার, প্রেমের প্রদীপ জ্বালাও আপন অন্তরে।
আমি শুনেছি , শুনেছি তাহার প্রাণের ডাক।
সেই ডাকে মোর মন, চঞ্চল হয় অনুক্ষণ, হৃদয় সবাক।
তবে জানিনে হায়রে কেন যে, সাড়া না দিয়ে তাহার ডাকে, জিহ্বা রয় নিশ্চুপ নির্বাক।
—ooXXoo—