আমরা লাস
রতন চক্রবর্তী
“””””””””””””””
আমরা লাস,
আমরা এক জীবন্ত লাস !
প্রতিদিন একটু একটু করে
ষাট সত্তর আশি বছরের জীবনে
আমাদের মৃত্যু হচ্ছে দেহের কোষগুলোর
আমরা সবাই ভাবচ্ছি আমরা বড়ো হচ্ছি ,বাচ্ছি
আসলে বড়ো নয়,বাঁচাও নয়
মৃত্যুর কোলে ঢলে পড়ছি |
মরতে মরতে যত দিন থাকবো বেঁচে মাটির বুকে
পিতা-মাতা,ভাই-বোন,আত্বীয়-পরিজন,বন্ধু-বান্ধব
হয়তো সুখে-দুঃখে থাকবে পাসে |
কিন্তু একদিন ,
যেদিন সত্যি,সত্যি এই দেহটা হবে প্রকৃত লাস
সেদিন থাকবে না কেউ পাশে ,
পচে যাওয়া দেহ হতে দুর্গন্ধ বেরোবার ভয়ে
আমাদের লাশটাকে হয়তো অগ্নিকুন্ডে পোড়াবে
নয়তো মাটির বুকে দেবে চাপা |
আমরা আমাদের জীবনের
এমন শেষ পরিণতির কথা জানা সত্ত্বেও
করে চলি কত অনাচার,পাপাচার
ভুলেও একবার অনুশোচনার দহনে পুড়ে না মন
কি অদ্বুত মানব মনের খেলা !
—ooXXoo—