বিপন্ন মানব সভ্যতা
মৃনাল কান্তি বাগচী
——————-
জীবন যখন ডুবে যায় আঁধারে
আলো খুঁজে পেতে চায় মন বারে বারে।
আলো চাইলেই কি তা পাওয়া যায়?
আলোর দিশা কে দেখাবে হায়!
স্বার্থপরতায় ডুবছে এই ধরা
তাইতো অনেকের জীবন গহীন আঁধারে ভরা।
স্বার্থপরতার করাল গ্রাসে ডুবছে যুবশক্তি
কেউ তেমন নেই, যে বা যারা যোগাবে তাদের বেঁচে থাকার শক্তি।
মেকি সমাজ সেবার নামে চারিদিকে চলছে প্রহসন
স্বার্থ সিদ্ধির জন্য ফেলছে অনেকেই কুম্ভীরাশ্রু বিসর্জন।
চারিদিকে দেখা যাচ্ছে শুধু আঁধার আঁধার আঁধার!
কোথাও কেহ নেই আলো জ্বালাবার।
আঁধারে ডুবছে মানুষ, ডুবছে সভ্যতা, ডুবছে মানবিকতা
যুক্তি তর্কের জাল বিছিয়ে চলছে শুধুই তঞ্চকতা।
আধুনিকতার নামে চলছে যে উন্নয়ন
সত্যিই যুবশক্তি খুঁজে পাচ্ছে কি তাতে আলোর প্রজ্জ্বলন?
আলো আঁধারির লুকোচুরির খেলায় সমাজ সভ্যতা রসাতলে প্রায়
মানব সভ্যতার এই দৈন্য দশা থেকে রক্ষা করার কি আছে উপায় ??
———— ++++++ ———–