একই আকাশ তোমার আমার তিক্ততা কিছু নাই, আমি রিক্ত, তুমি শাক্ত ভিন্নতা খুঁজে যাই। তবুও আমারা, দন্ধে মাতি ইর্শা মোদের জন্ম দোষ, তোমার আছে নেইতো আমার কষ্টার্জিত কপাল দোষ। তুমি পড়ে আছো স্বপ্ন নিয়ে আমি পড়ে আছি বাস্তবে, তুমি ভাবছ হবেনা কেন ? কি করে বলি হোক তবে। একই ক্লাসে আমরা দুজন পঠন পাঠন সব কিছু, তোমার সূর্জ মধ্য গগনে জীবন ছায়া নেয় পিছু।