দূরবীন
আগন্তুক
আমি রাত দেখেছি…
রঙ চঙে ঝকমকে আলোর পিছের_
নিকষকালো আঁধারের কুৎসিত আতর মাখা,
মুখোশাবৃত লালসার লকলকে জ্বিহ্বায়।
আমি রাত দেখেছি…
নীরব জোনাক আলোর নিস্তব্দতায়,
ঘুণে ধরা অস্থি পেশীর কোঠরের_
ধূর্ত হিংস্র শিকারিটির চোখে।
আমি রাত দেখেছি…
আশাহত পিতার অশ্রুনদে ভাসমান,
সুধারসে জর্জরিত বেকার যুবকের_
গলা পঁচা লাশের দুর্গন্ধে।
আমি রাত দেখি..
বিকশিত সভ্যতার স্বার্থে মোড়ানো,
ভঙ্গুর শিক্ষার শিল্পায়নের অন্তরায়_
শ্রেষ্টত্ব মানব জাতির অন্তে!
দেখিনা_দূর-দূরান্তে সুর্যস্নাত মিষ্ট সকাল
দেখিনা_ফুটন্ত বাহারে নবজাতক কোনো শিশুর মুখ!
—oooXXooo—