তোমার কথা
প্রদীপ সরকার
রোজ, শুভ দিনের শুরুর ক্ষণে, তোমার কথাই মনে আসে।
তোমার প্রাণের সুর সারাদিন, পরাণে মোর নিত্য ভাসে।
তোমার মনের পবিত্র প্রেম, হৃদয়ে মোর বাতি জ্বালায়।
তাহার মিঠি কিরণ সদাই, পরাণে মোর দীপ্তি ছড়ায়।
চাওয়া পাওয়ার আবেগ মনে বৃথাই কেন দেয় গো দোলা।
তোমার অরূপ প্রেম যে প্রিয় ক্ষণেক তরেও হয়না ভোলা।
সারাদিনই প্রাণের বাঁশি তোমার, নিত্য যে গুনগুন করে।
নানান তানের অনুরণন মনে, নিত্য বাজে সুরে সুরে।
এ কেমন প্রেমে তুমি হৃদয় আমার ভরিয়ে দিলে।
নিত্য প্রেমল রাগের সুরে, শিহরিত মোরে করে গেলে।
হৃদয় মোর সারাদিন আজ ভাবে শুধুই তোমার কথা।
কেন গো হায়, প্রেম দিয়ে মোয়, পরাণে মোর দিলে ব্যাথা।
—oooXXooo—