“বৃষ্টির গল্প”
–:: মৌসুমী মৌ ::–
সেদিন এমন সকাল থেকেই বৃষ্টি ছিলl
আকাশ ভীষণ উদাস সুরে থেমে থেমে গাইছিলো গান মেঘমল্লার۔۔۔
গরম কাপে ধোঁয়ালু চা দুকাপ ছিল বারান্দাতে۔۔۔
বেতের চেয়ার۔۔۔ ছাইদানিতে সিগারেটের কালচে ধোঁয়া মেঘের রঙে l মানিপ্ল্যান্টের পাতায় ছিল হীরের কুচি বৃষ্টি দানার …
ইচ্ছে করে ঠোঁট ছোঁয়ালে আমার কাপে!
বুকের মাঝে হঠাৎ ঝেঁপে বৃষ্টি এলো l
তোমার তখন ইজেল জুড়ে আমার ছবির রঙের গুঁড়ো ۔۔۔
বন্দিশে তান বাজছে তখন ঢিমে লয়ে ওষ্ঠে সুরও!!
চশমা জুড়ে জল রঙে কাচ স্বপ্নে বিভোর,
দিনযাপনের একঘেয়েমির ছুটি সেদিনl রোদ্দুরেরও …
বৃষ্টি মাখা সেদিন গুলোর স্বাদও কিছু ভিন্ন ছিল۔۔۔
মানিপ্ল্যান্টের ফাঁকা টবে, কানাচ ভাঙা ছাইদানিতে ۔۔۔ ঘুমিয়ে আছে বৃষ্টি কোলাজ!!
কেউ কি ভুলেও খুঁজে ছিল?!
ভুলেই গেছি খোঁজার এখন সময় কোথায়?
বারান্দাটা আজও আছে
চায়ের কাপও ۔۔۔
—ooXXoo—