যদি না আকাশ চিনি ভাববো কেমন করে, মেঘেদের আনাগোনা গুনবো কেমন করে। কত ঋতুর অনুভূতি কত ধরনের শিহরণ ছোট্ট থেকে আমরণ বুঝবো কেমন করে সবাই যখন প্রিয়ার খোঁজে ঘরে ভেলায় চড়ে আমি তখন মেঘ গুনে যাই একটা দুটো করে। আমি কেন খুঁজবো তাদের তারাই আমায় খুঁজুক নিজের মতো সাজিয়ে তুলুক ভালোবাসার জোরে।