জলকণা
✍️ প্রদীপ সরকার
আমি দুরন্ত, আমি বরষণ, মহা প্রলয়।
সৃষ্টি ও ধ্বংস দুইই মোর কাজ নাহি তাহে সংশয়।
বহমান বাতাস আমি, আমি যে ঝঞ্ঝা অসীম।
আমার শরীর নাই তবু আমি নই কভু ক্ষীণ।
আমি কখনও জলদ, বহন করি বিন্দু বিন্দু জলের কণা।
যখন আবার, বিগরায় মেজাজ আমার, আমি ঝরে পড়ি ওই ভুবনের বুকে, প্রবল বরষা দানা।
আমিই নিজেই পাহাড়, পাহাড়ের বুকে ঝড়ে পড়া ওই তীব্র ঝরণার বারিধারা।
আমারই পরশে, সদা বহমান ওই গঙ্গা যমুনা তিস্তা তোর্সা নদীর স্রোতধারা।
আমি মরুর বুকেও ঝরি, আমার ইচ্ছামতো।
আমার পরশে, মরুভূমির বুকে, গড়ে উঠেছে মরূদ্যান কতো।
কৃষক হৃদয়ের শান্তি আমি, সবুজে সবুজ শষ্যকণার সাহারা।
আমি না থাকলে, হয়তো পৃথিবী থাকতো নির্জীব প্রাণহারা।
—oooXXooo—