অ্যালবাম
শ্রী নীলকান্ত মনি
১
সাত সকালে ই মেঘ
ঝরিয়ে গেলো বৃষ্টি
সে সাত কাহন
বিদ্যুৎ বাণ
বাজ-এর রণন
ঝঙ্কার তার তোলে টেলিফোন
নব কলেবরে সৃষ্টির!
বৃষ্টির ধারাপাত!
২
বৃষ্টি এ ভীষণ
উন্মুখ মন চায়
তোমার দ্বারে সে যায়
কড়া ও শিকল
যা ছিল সকল খোলা
কেমন করে যে যাবে
পথ নাহি পায়
অঝোর ধারা-বৃষ্টিতে ভিজে যায়!
৩
এমনি করেই
হাতড়ে হাতড়ে মেঘ
আকাশকে খুঁজে নেওয়া
বলাকারা যায় উড়ে
দূরের আকাশ সব
অন্ধকারের দীঘল আঁখির পাতায়
সকাল খুঁজে নেওয়া
এমন এ মন-জীবন তরণী বাওয়া!
৪
যতো ছবি মনে আসে, আশা
লিপির বাঁধন মেনে
যদি ভাসে
কভু জীবনের ক্যানভাসে
নব প্রাঙ্গন গড়ে তোলে
কখনো সহসা যদি
এলোমেলো হয়ে যায়, কার
কী বা এলো গেলো বলো তাতে!
৫
নীরব সন্ধ্যা নামে
এ শহর ধোঁয়া ঘেরা
গোধূলি আকাশ যদি বা কখনো
গৈরিক হতে চায়
জোছনা আঁচল ঢালা
চাঁদ, জায়গা যদি না পায়
ভালোবাসা, তার দর-দাম, সে
নিলাম, চড়া সে হাঁক!
৬
স্নিগ্ধ আকাশ তবু
চায় প্রাণ-পণ জেগে ওঠে
ঝিকিমিকি তারা দল
ছায়া ঢাকা
তবু তারা চেয়ে থাকে
মোর পৃথিবীর পানে
নিমেষ না হারা চোখ সে এখনো
নব স্বপ্নের রূপ আঁকে!
—oooXXooo—