বদলায় চাওয়া পাওয়া
প্রেমাঙ্কুর মালাকার
কদিন আগেও, “মেঘমা”র বুকে,
রোদ চাই কায়মনে –
মেঘের আড়ালে, ” মেঘমা”র মুখ,
ঢেকে যায় খণে ক্ষণে!
তীব্র শীতের, প্রকোপে কেঁপেছি,
রীতিমতো থর থর ;
স্নান করবার, ছিলো না সাধ্য,
ছিলোনাতো অবসর!
এখানে সূর্য, চাইনা মোটেও,
আগুন যে গন গনে –
চাইছি বিষ্টি, চাইছি বাদল,
মেঘের বাসনা মনে!
পাহাড়ে চেয়েছি, উঠুক সূর্য,
বাতাস কমাক বেগ-
এখানে চাইছি, উঠুক তুফান,
ধেয়ে এসো কালো মেঘ!
—oooXXooo—