সমাজ সংস্কার
✍️ শিব প্রসাদ হালদার
ন্যায় আর সত্যের সঠিক সন্ধানে
নগ্ন অনুশাসনের চোখ রাঙ্গানিকে উপেক্ষা করে
ক্রমাগত জেগে উঠা অদম্য প্রতিরোধে
দিকে দিকে জ্বলে উঠুক জাগ্রত চোখের তারা।
বেরিয়ে আসুক জ্বলন্ত লেলিহান শিখা,
অসহ্য অন্যায়ের বদলার আক্রোশে;
ফুঁসে উঠুক- অভিশাপ মুক্তির গর্জন !
প্রতিশোধের প্রবল প্রতিঘাতে প্রকাশিত হোক
লোকচক্ষুর অন্তরালে বিস্তৃত অন্যায় অসত্যের
নিন্দিত পরিকল্পনার কালো জাল।
পুড়ে পুড়ে শেষ হোক-
নিষ্ঠুর নিষ্পেষণে গড়ে তোলা অবৈধ সম্পদের সম্ভার।
দাউ দাউ করে জ্বলে উঠা জ্বলন্ত শিখায়
আলোকিত হোক, পাপের ঐশ্বর্য ভোগের লালসায়-
বর্ণচোরা দাম্ভিক অত্যাচারী দুর্জনদের আসল মুখোশ!
চমকে উঠুক ওদের হৃৎপিণ্ড-চুপসে যাক স্পর্ধা,
অত্যাচারের রাহুগ্রাস থেকে মুক্তি পাক
জর্জরিত সমাজ!
সামাজিক সংস্কারে সকল সাহসিক প্রচেষ্টায়
সার্থক হোক-
স্বচ্ছতার স্বপক্ষে
সোচ্চারিত সামাজিক সকল সুষ্ঠু কাজ !!
—oooXXooo—