মন বলল
আমার যা কিছু সব
ভালো-মন্দ
তোমায় দিলাম!
মনই বলল
তোমার এই তুমিটি কে!?
চেনো তাকে!?
মন বলল
তাকেই তো ভাই
সারা জীবন খুঁজে গেলাম!
মন বলল
পেলে তাকে
খুঁজছোই বা কেন!?
আমাকে তো কেউ নেবেনা
নেবে আমার কাজটুকুকে!
কাজের যতো বোঝা এখন
রাখিই বা কার কাছে
ফেরার আগে!?
পেলে তাকে
ভার নামিয়ে
রাখবো
তার পায়ের কাছে
শ্যামের বাঁশী
রাধারনীর পায়ের কাছে!
একা আমি
তাই তো তাকে
এমন করে চাই!
মন বলল
ওঃ তাই খুঁজছো তাকে!?
এটা যেন
কেমন কেমন হ’ল
সবাই দেখি
কেবল তাকেই পেতে চায়!
অন্বেষা, শোন
এই পৃথিবীর ভালো-মন্দ
এবার না হয়
মনে মনে শিশুর মত
ছুঁয়ে ছুঁয়েই যাই!
মন ডুবলো নীরবতায়!
ডুবুরী মন
ডুব দিল কি মন-সমুদ্রে
তারই খোঁজে
অতল কিছু
পাওয়ার আশায়
তাল-বেতালের
কান্না-ভেজা বাঁশীর সুরে
ডাক দিলো যে
অভিমানী
প্রাণের আঙিনায় !!