বৃষ্টিরেখা – পৌলমী দে পুরকাইত দিগন্ত পারে আছে সেই দরোজাটা সে এক ছিল বৃষ্টিমুখর দিন অঝোর ধারা ভেবেছিলাম আজকেই যাব তার কাছে বলব পুরু শ‍্যাওলায় মোড়া দরোজার কড়াটি নেড়ে “আছো”? হয়ত তখন ওপারে ঝরবে প্রপাত বয়ে আসবে বিগত দিন চিঠির নৌকোর সারি বিবর্ণ কিছু অক্ষর এপাশে আমি মেপে নিচ্ছি তখন
প্রভাতে কাকলি ঘোষ নির্মল প্রভাত জাগে দিগন্ত সীমায় একা আমি বসে আছি খোলা জানালায়। বিচিত্র তরঙ্গ উঠে শান্ত নদী তীর ছোট ছোট পাখিদের কিচির মিচির। বুড়ো এক বট ধারে পড়েছে হেলে ছাতার মতন শাখা দিয়েছে মেলে। ওই পাশে মন্দির ভাঙা সিঁড়ি তার এক কোনে পড়ে আছে ঝোলা খানি কার। ডিঙি
” মর্মকথা “ ✍️ শিব প্রসাদ হালদার কয়লা ধূলেও যায় না ময়লা যতই করো চেষ্টা, মরুভূমিতে ঘুরলে কি আর মিটবে প্রবল তেষ্টা? জ্ঞান যদি না থাকে তবে বলবে কি কেউ জ্ঞানী? হাট্ বাজারে কিনে মান যায় না হওয়া মানী ! মান সম্মান বড়ই অমূল্য অর্থ দিয়ে নয়, ভালবাসায় পারলে গড়তে
দেবী ✍️ প্রদীপ সরকার পুজো এলো, চলেও গেলো। আসল পূজো কোথায় হলো। পুজো শেষের আগেই কত যে দেবী বিসর্জনে চলে গেলো। দেবী আমার অবহেলিত সেই রয়েই গেলো। মাটির প্রতিমা পুজো করে হায়, দেখি তো সর্বজনে। মানুষ প্রতিমা সামনে দেখেও, পুজো করে কয়জনে। সমাজ আমার ভীষণ খারাপ, নারী সন্মান দিতে জানেনা।
এর পরেও কলমে:- রতন চক্রবর্তী “””””””””””””””””””””””””””””””””” অফুরন্ত সুখের পেছনে ছুটতে গিয়ে দুঃখটাকে বন্ধু এনেছো ডেকে দুঃখটা তাই জমাট বেঁধে বসেছে তোমার বুকে | এখন তুমি যতই চেষ্টা করো দুঃখটাকে করতে দূর যাবে না দুঃখ তোমায় ছেড়ে বাজবে শুধু দুখেরই সুর | আরও করছো অপরাধ প্রকৃতির সাম্যের গ্রন্থ ধারাপাত করোনিকো পাঠ