আঁধার রাতের ইচ্ছে
মৃনাল কান্তি বাগচী
যে ইচ্ছেকে অনেক আগেই
দিয়েছি বিসর্জন,
সেই ইচ্ছেকে জাগাতে
চেষ্টা করিনা আর এখণ।
যে ফুল ঝরে যায়
একবার বৃন্ত হতে,
সে ফুলকে জোড়া লাগানো
যায়না তাতে কোন মতে।
আঁধার রাতে জ্যোৎস্নাতে
যাকে দিয়েছিলাম মন
থাকনা সে মন তারই কাছে
অনিন্দ্য সুন্দর হয়ে সারাজীবন।
শিউলি ফুল বড়ই স্পর্শকাতর
কোন দুঃখ পারেনা সইতে,
একটু আঘাতেই ঝরে যায়
সে একেবারে ধরনী হতে।
যাকনা সে ঝরে ধরনী হতে
তবুও স্মৃতি হয়ে রয়ে যায়,
নীরব রাতে কল্পনাতে চাঁদ হয়ে
ঘরেতে এসে সে দেখা দেয়।
যে ইচ্ছে অনেক আগেই
দিয়েছি বিসর্জন
সেই ইচ্ছে তারি মাঝে
নিজেকে সমর্পণ করে করি পূরণ।।।
——–######——–