“সিনাবাং আগ্নেয়গিরি আকাশে বানায় সিঁড়ি “
–:: কবি – প্রেমাংকুর মালাকার ::–
ইন্দোনেশিয়া সেখানে আবার
জাগে আগ্নেয়গিরি ;
নিঃসৃত লাভা ধুম্রপুঞ্জে
আকাশে পেতেছে সিঁড়ি ।
হাজার পাঁচেক মিটার উঁচুতে
কুন্ডলী আপাতত ;
ধোঁয়ায় ঢেকেছে বিশাল এলাকা
নেই কোন হতাহত ।
‘সিনাবাং’থেকে ফের লাভাস্রোত
হলেই উদ্গীরণ –
পুরো এলাকায় সতর্কতাই
জারি করে প্রশাসন ।
সতেরো হাজার দ্বীপের মালায়
সুবিশাল এক দেশ !
প্রকৃতি নিপুন হাতে সাজিয়েছে
মনোরম পরিবেশ !
তথাপি সুনামি বানে-ভূকম্পে
খায় প্রাকৃতিক মার্ !
বহু জাগ্রত আগ্নেয়গিরি
দেশ করে ছাড়খার !
সুকর্ন থেকে সুহার্তো নামে
ওদের নেতারা সব –
পাকিস্তানকে পাত্তা দেয়নি
ভারতের বান্ধব ।
ওদের দেশেও চলে রামায়ণ
এবং মহাভারত –
ভারতবাসীও ভারতকে মানে
ওরা আত্মীয়বত !
ওদের টাকার নামও ‘রুপিয়া’
তামাম বিশ্ব জানে ;
ভারতবর্ষে তীর্থেও আসে
যায়না পাকিস্তানে !
—:::XX:::—