একদিন হয়তো
একদিন হয়তো আমিও পেতে পারি
মুক মুখে কবিতার মতো ভাষা।
একরাশি কাশের মতো মিঠি হাসি
ফুলের পরশ কন্টক পূর্ণ মরুদ্যনে
খুশি আহ্লাদে পূর্ণ ভরবে খাঁ খাঁ বুক
হায় স্বপ্ন পাখি তোমার মায়ায়।
গড়ে উঠুক প্রেম তপোবন আশ্রম
অভাব অন টন সর্বদা হুহু করে মন
কাঙাল হৃদয় আছে বড় অবহেলায়
জ নারণ্য শাসন শোষণ বঞ্চনায় –
মৌ নতা ছেড়ে পাখি ডাক কুহু কুহু
বসন্ত পলাশ বকুল মালতি চম্পায়
তারপর পর একদিন ওই নীল যমুনাও
বলবে সবার বাসর সঙ্ সাজা আর নয়
এসেছো ভবে যেতে হবে শ্যাম বংশী বায়
দুয়ারে মাঝির ডাক সম্মুখে শমণ হাজির
পুণ্য কড়ি সঙ্গে নিয়ে যাবে বৈতরিনি তীর।
—-xxxx—-