বৃষ্টিটা এদিকে হোক
মেঘের ডাক শুনে খুশি থাকো
বৃষ্টিটা এদিকে হোক সারা দেহে
কতবার ড়েকেছি তোমায় জোরে
বৃষ্টি হচ্ছে দেখো ঘুরে এদিকে।
তুমি বন ছায়ায় ঘাসের কোলে বসে
তপ্ত মাটিতে শান্ত হলে ঠান্ডা ঝড়ে
জমলো না এক ফোঁটা জল ফাটালে।
সব মাথা গুলি এক হয়ে গেল
প্রবল বৃষ্টি ঝড়ের দাপটে ।
ওখান থেকে চলে এসো এখানে
হয়তো ঝরাপাতা গুলি পাবে না
ধানের ক্ষেতে সোঁদা গন্ধ
বুনোহাঁস বারবার ডুব দেয়না
রাঙ্গা ঠোঁট পায়না মাছের সন্ধানে।
বড়ো পাতাটির বুক সবাই চায়
জানে না কিছুক্ষণ মুক্তার মত থাকে
ঝড়ো হাওয়াটি যখন বয়ে যায়
বৃষ্টিটা এদিকে হোক সারা দেহে।
তোমারে দেব শুভ্র অঞ্জলি
সাজিয়ে রেখেছি ফুল।
বজ্রধ্বনি শুনতে শুনতে
শঙ্খ ধ্বনি শুনতে পাওনা
হৃদয় অন্তরে সাজানো তুমি
তপ্ত কালবৈশাখীর ঝড় বৃষ্টি।
—-XXXX—-