উত্তরসূরীর শ্রদ্ধা
✍️ শিব প্রসাদ হালদার
রবি ঠাকুরের শান্ত শান্তি নিকেতনের
চিরশান্তির সৌম্য পরিবেশ আজ অশান্ত-কলুষিত!
নির্দয় পাষণ্ড লুটেরার নির্মম নিষ্ঠুর ছোঁয়ায়
আজ কলঙ্কের ছাপ বাংলার গর্বিত অহঙ্কারে!
রবীন্দ্র শ্রদ্ধায় এ এক চরম অবনতি!
কি দেব জবাব-বিশ্বের দরবারে?
কে দায়ী?
বাংলা সংস্কৃতির সর্বোচ্চ সম্মান সংরক্ষণে ব্যর্থ রক্ষক?
না-ঐ নিষ্ঠুর প্রতারক ??
কেন জাগেনি ঐ তস্করের মনে-
সামান্যটুকুও রবীন্দ্র প্রীতি?
যা অনায়াসেই রুখে দিতে পারতো
এই লজ্জাষ্কর অপকীর্তির অশান্ত স্পর্ধা!
কবে জেগে উঠবে অন্তরে-সত্যিকারের শ্রদ্ধা?
চেয়ে আছি সেই দিনের অপেক্ষায়
যেদিন আর জাগবে না মনে-এমন হীনপ্রবৃত্তি,
কেউ করবেনা নোবেল চুরি;
করবে শুধু শ্রদ্ধা-যুগে যুগেও উত্তরসুরি—-!!
—-XX—-