নারী দিবস
মৃনাল কান্তি বাগচী
নারী বলে করিওনা
তাদের কখনো অবহেলা,
নারী তোমার জীবনের
সকল সুখের ভেলা।
নারী তোমার মা
নারী তোমার বোন,
নারী না থাকিলে ধরায়
তোমার জন্ম হতোনা
কখনো।
নারী আছে বলে
পুরুষ হতে পারে পতি,
নারী না থাকিলে
কি হতো পুরুষের গতি?
নারীই সৃষ্টি, নারীই বসুন্ধরা,
নারীর সৌন্দর্য্যে ভুবন ভরা,
নারীকে কেন্দ্র করে
মনুষ্য সমাজে এতো
সংসার গড়া।
নারী ভালো থাকলে
সমাজ সংসার থাকবে
ভালো,
নারীই বিশ্ব সংসারে
সকল সুখের আলো।
নারীর উন্নয়ন হলে
হবে দেশ ও জাতির উন্নয়ন,
সেজন্য সকলের আগে
নারীর সঠিক শিক্ষা বড়ই
প্রয়োজন ।
নারী পুরুষের সন্মিলিত প্রচেষ্টায়,
এই বসুন্ধরা হোক সুখময়
নারী দিবস পালনের শুভদিনে
শুভ কামনা থাকলো নারী
কুলের হোক জয়।।।
———++++++———