ব্যাথা কি? জানো!
আগন্তুক
হৃদয় দ্বগ্ধের গন্ধ !..পেয়েছো কি কখনো ?
পেয়েছো কি ?…আত্মঘাতী হওয়া সেই মানুষটির ,
বাম পিঞ্জর মধ্যস্থ লকলকে মাংস পেশীর ,
দ্রুত গতিতে থেমে যাওয়ার কারণ….!
আসবেনা জেনেও ! অপলকে প্রিয়র পথ চেয়ে
বসে থাকা ! কোনো বিরহের , নীরব চুপ কথা.!
জানো কি ? জানো কি তার মানসিক অবস্থা ..!
কিংবা , বারে বারে ব্যর্থতার স্বীকারে , সর্বহারা
হয়েও , নিজেকে সঠিক প্রমাণ করার , আপ্রাণ
চেষ্টারত মানুষটার..আসল ইচ্ছে টা কি ??
কয়েকটা কাব্য রচনা আর দু চার ফোঁটা চোখের..
জলে , নিজেকে সিক্ত করেই , বলো ভালোবাসি….
সামান্যতম হারানোতেই ভেঙে যাও..!
প্রয়াসহীন অপ্রাপ্তি টুকুকেও ব্যর্থতার নাম দাও !
এক ডাল ছেড়ে অন্য ডালে বাসা বেঁধে ,অন্যের
কাধে মাথা রেখেও বলো..তুমি ব্যথিত.. !
জানো কি ? ব্যাথা কি ? তার অনুভব কতটা ???
–০০০XX০০০–