আমার ভাইয়ের রক্তে রাঙানো
একুশে ফেব্রয়ারি
আমি কি ভুলিতে পারি!!
একুশ
কাকলি ঘোষ
একুশ মানে বিপ্লব
আর বিদ্রোহের_ ই বান
একুশ মানে ফুল পাখি নয়
রক্ত ঝরা গান।
একুশ হল আগুন ফাগুন
কালবোশেখি ঝড়
একুশ মানে ই অত্যাচারীর
কণ্ঠ চেপে ধর।
আমার একুশ মায়ের ভাষা
মায়ের গাওয়া গান
আমার একুশ তপ্ত বুলেট
ঝাঁঝরা করে প্রাণ।
একুশ আনে বেপরোয়া
যৌবনের_ ই রাগ
একুশ জানে বিন্নি ধানে
তাজা খুনের দাগ।
একুশ মানে শবের মিছিল
একুশ ভালোবাসা
শহীদ ভাইয়ের রক্তে রাঙা
আমার মাতৃভাষা।
–০০০XX০০০–