বিদেশী পাঁজরে
মণিকা বড়ুয়া
ক্রমশঃ
বিকিয়ে দিচ্ছি শিরা উপশিরা
ক্রমশঃ
বিলি করছি
মান ,অভিমান
ত্রাণ, শংসাপত্র
ক্রমশঃ
ভাসিয়ে দিচ্ছি
দাম্পত্য পর্যটনও—
তুমি
আমি
তার
হরেক চাহিদা
হরেক দেনাপাওনা
হরেক হিসাব নিকাশ
সব বেভুল পথে
বিদেশী পাঁজরে ঠেলে দিচ্ছি–
স্বদেশ উজাড় করে
স্বদেশ শূন্য করে
বিদেশের চারণভূমিতে
ঢেলে দিচ্ছি সব
মায়া মোহ, মান,মেধা, মনন.
–~০০০XX০০০~–