তোমার সাথে
অনিমেষ চ্যাটার্জি
তোমার সাথে যেখানেতে
বেঁধেছিলেম ঘর,
তারই পাশে ছিল আমার
সূর্যডোবার চর।
চরকে আলতো ছুঁয়ে
আমার গঙ্গা যেত বয়ে,
সকাল সাঁঝে হারাতো মন
তেপান্তরের নায়ে।
সাঁঝবেলাতে এসে
নদীর জলে ভেসে,
সূর্যি ঠাকুর দিলেন ডুব
গহীন জলে হেসে।।
–~০০০XX০০০~–