ব্যাথা
রণজিৎ মন্ডল
হারিয়েছি অনেক, পেয়েছিও অনেক,
হারায়নি দূঃখ, হারায়নি ব্যাথা,
পেয়েছি মানুষ আপন পর, হয়না কথা,
মনের কথা লুকানো বুকে,
যা বলি চোখে চোখে,
কখনও দেখতে পাই না হাসি,
দেখতে পাই অশ্রু চোখে,
ঝরছে অনেক শোকে,
প্রীয় জনকে হারানোর বেদনা ভুলতে পারে না।
নিজেকেও থাকতে হবে দূরে,
আপন মৃত্যুর পর কেউ না,
আমিও পর হয়ে যাবো,
যদি ভালোবেসে ফেলে করনা।
নয় কোন কথা,
ভুলে যাও সব ব্যাথা,
ভালোবাসা এখন আদিম, অবান্তর,
প্রেম শুধু মনের ভিতর,
হঠাৎ থেমে যাওয়া ঝরণার ঝর ঝর,
না বলা কথা, অশ্রু ঝরা ব্যাথা।
নেই হাতে হাত, নেই.বুকের স্পন্দন শোনা,
নেই চোখে চোখ রেখে,
বুকের গভীরে তারা গোনা।
শুণ্যে আসন পাতা,
খালি পেট, খালি মন,
খালি অন্নদাতা,
নষ্টনীড়ের ধুকে ধুকে মরা জীবন্ত ভালোবাসা, আজ স্মৃতি, আজ জীবিত শুধু ব্যাথা।
–~০০০XX০০০~–