কিছু আছে কিছু নাই
আগন্তুক
পিরিত আছে প্রেম নাই ,
কথা আছে দাম নাই !
পরকীয়ায় ভাব ভরা ,
প্রিয়র ছোঁয়ায় তাপ নাই !
আছে বাজনা গান নাই ,
তাল আছে সুর নাই !
আছে ভাব ভাবুক নাই ,
মনরোগের ওষুধ নাই !
ঘরামীর ঘড় নাই ,
কৃষকের জমি নাই !
গোলা ভড়া ধান আছে
পেটে তভু ভাত নাই !
ঘড় আছে মানুষ নাই ,
প্ল্যাটফর্ম ফাঁকা নাই !
ভিক্ষাতে আছে দোষ ,
ঘুষ নিলে ক্ষতি নাই !
ঘুণে ধরা বই আছে ,
পাঠ করার পাঠক নাই !
জ্ঞান আছে গুণী নাই ,
সততার দাম নাই !
পাশ আছে ফেল নাই ,
আছে আলয় শিক্ষার্থী নাই !
ডিগ্রী আছে ভুরি ভুরি ,
কর্ম সংস্থানের জোগান নাই !
জাত আছে পাত নাই ,
অর্থহীনের দাম নাই !
আছে বিচার আদালতে ,
অপরাধীর শাস্তি নাই !
বাধা আছে বাঁধ নাই ,
আছে সাধ সাধ্য নাই !
চোর আছে আছে সাধু ,
মুখোশের অন্ত নাই !
ভাষণ আছে আছে নেতা ,
দেশ প্রেমের বোধ নাই !
অগুনিত শিলান্যাসের
কোনো কর্ম শুরু নাই !
চাহিদা আছে জোগান নাই ,
কর্তা গোষ্ঠীর হুশ নাই !
মিত্রতাতে ভাব ভরা ,
ভাতৃত্বে প্রেম নাই !
আছে প্রতিবাদ প্রতিকার নাই ,
ভগবানের দ্যাখা নাই !
শক্তিতে মুক্তির খোঁজ ,
শয়তানের অভাব নাই !
যার আছে সব আছে ,
যার নাই কিছু নাই !
শ্বাস আছে আছে আশ ,
জীবনের দাম নাই !
কিছু আছে কিছু নাই ,
আজ আছি কাল নাই !
ফিরে যদি আসি তবে ,
দেখবো যে কিছু নাই !
ডাইনোসর বিলুপ্ত যেমন ,
মনুষ্যত্বও থাকবে না তেমন.
–~০০০XX০০০~–