কুহেলিকা
মৃনাল কান্তি বাগচী
সুখ কিনতে গিয়ে
দুঃখ কিনে ফেলেছি,
দুঃখকে নিয়ে আমি
ভালোই সুখে আছি।
সুখ কিনতে চাইলেই
সুখ কেনা নাহি যায়,
কখনো কখনো মানুষ
যা চায় তার অন্যথা হয়ে যায়।
স্বপ্নের পরে স্বপ্ন সাজিয়ে
মানুষ কত কিছু আশা করে,
মাঝে মাঝে সেই আশা
দুরাশা হয়ে,হৃদয় শূন্যতায় যায় ভরে।
যতই আসুক জীবনের শূন্যতা
তবুও মানুষ ছাড়েনা আশা,
কল্প বিলাসী মন
মনের মানসীর কাছে যাচে ভালোবাসা।
সবাই ভালোবাসার স্বপ্ন নিয়ে
জীবনের লক্ষ্য করতে চায় পূরণ,
সেই আশা নিয়ে
কেটে যায় অনেকের জীবন।
যতই নাহি পূরণ হোক
মনের লালিত আশা,
দিবানিশি কেটে যায় স্মরিয়ে
মনের মানুষের ভালোবাসা।
মনের মানুষ সে তো থাকে
হৃদয়ের গহীন অন্তরে,
যতই দুঃখ আসুক বাস্তবেতে
জীবন খুঁজে ফিরে বারে বারে সুখের তরে।।।
————-++++++++———–